ঢাকাবুধবার, ১৬ জুলাই ২০২৫, ১ শ্রাবণ ১৪৩২

মহাকাশে নভোচারী পাঠালো চীন

সোমবার, ১৭ অক্টোবর ২০১৬ , ০৩:৫৫ পিএম


loading/img

২০২২ সালের মধ্যে নতুন একটি মহাকাশ স্টেশন তৈরির প্রস্তুতি নিচ্ছে চীন। এজন্য  দু’ নভোচারীকে মহাকাশে পাঠিয়েছে বেইজিং।  মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাইয়ের জন্য তাদের সেখানে পাঠানো হচ্ছে।

বিজ্ঞাপন

দু’ নভোচারী হচ্ছেন ৪৯ বছরের জিং হাইপেং এবং ৩৭ বছরের চেন দং। এর মধ্যে জিং হাইপেং এর আগে দু’বার মহাকাশ ভ্রমণ করেছেন।

স্থানীয় সময় সোমবার সকাল সাড়ে ৭টার দিকে শেনজু-১১ মহাকাশযানে করে  মহাকাশের উদ্দেশ্যে তারা যাত্রা করেন। চীনের উত্তরাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে তাদের নিয়ে ছেড়ে যায় মহাকাশযানটি।

বিজ্ঞাপন

প্রথমে তারা তিয়াংগং-টু মহাকাশ স্টেশনে অবতরণ করবেন। সেখানে ৩০ দিন অবস্থান করবেন জিং হাইপেং এবং চেন দং। এ সময় তারা মহাকাশে মানুষের বসবাসের সক্ষমতা যাচাই করবেন।

এপি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |